১. তিনি করমতলা কমিউনিটি হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ মোতাবেক আউটডোর ও ইনডোরের সকল রোগীর এক্স-রে যাতে সময়মত সম্পন্ন হয় ও যথাযথভাবে রিপোর্ট প্রদান করা হয় তার ব্যবস্থা গ্রহণ করবেন।২. তিনি হাসপাতালের হাসপাতালের এক্সরে ও সিআর মেশিন ব্যবহার করে ও যথাযথ নিরাপত্তা নির্দেশনা মানদন্ড রক্ষা করে রোগীদের এক্সরে করবেন এবং রেডিয়েশন সংক্রান্ত সকল ঝুঁকি হ্রাসের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাপনা অনুসরণ করবেন।৩. তিনি এক্স-রে বিভাগে তার অধীনস্থ স্টাফদের দায়িত্ব বন্টন করবেন, যাতে চব্বিশ ঘন্টা বিভাগের কাজ চলমান থাকে এবং মানসম্মত কাজের জন্য কর্মিগণের তদারকি করবেন।৪. তিনি হাসপাতালে সম্পন্ন হওয়া সকল ধরণের এক্স-রে-এর রেকর্ড সংরক্ষণ করবেন এবং মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক ও বার্ষিক রিপোট তৈরি করবেন।৫. তিনি এক্স-রে ফ্লিম ও যাবতীয় কেমিক্যাল মানসম্মত পদ্ধতি অনুসরণ করে সুরক্ষা করবেন ও এক্স-রে বিভাগের রিকুইজিশন তৈরি করবেন।৬. হাসপাতালের প্রয়োজন অনুসারে অন-কল ও ইমারজেন্সী ডিউটি করবেন ও কর্তৃপক্ষ কৃর্তক অন্য কোন দায়িত্ব প্রদান করা হলে তা পালন করতে সম্মত থাকবেন।
Apply Instruction
Email your CV
Send your CV to the given email karamtolachospital@gmail.com or Email your CV from My Job account