|
আগ্রহী প্রার্থী দের আগামী ১০ ডিসেম্বর ২০২৫ইং এর মধ্যে নিম্নের উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র সরাসরি অফিসে অথবা কুরিয়ার বা ডাকযোগে অথবা ইমেইলের মাধ্যমে জমা দেয়ার জন্য আহবান করা যাচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্রঃ আবেদনকারীর সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি। সকল প্রকার পরীক্ষা ও অভিজ্ঞতার সনদপত্র। জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি । স্ব-হস্তে লিখিত আবেদন পত্র। প্রার্থীর জীবন বৃত্তান্ত। যোগাযোগের ঠিকানাঃ মাউন্ট হ্যাভেন স্কুল এন্ড কলেজ রৌশনাবাগ, পঞ্চগড়। মোবাইল: ০১৭৪১৫২৬৪১২ ই-মেইল: mountheavenschoolcollege@gmail.com বিঃ দ্রঃ নিজ জেলার প্রার্থীগণ অগ্রাধীকার পাবে । |