|
আবেদনের শর্তাবলী: ১। সদ্য তোলা ২কপি পাসপোর্ট সাইজ ছবি, সকল সনদপত্রের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদের অনুলিপি, অভিজ্ঞতা সনদ এবং জীবনবৃত্তান্ত আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে। অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। খামের উপর বড় অক্ষরে পদের নাম উল্লেখ করতে হবে। ২। আগামী ১৫/১১/২০২৫ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। ৩। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা: অফিস কক্ষ, ২য় তলা, তারেক ম্যানসন, বদরমোকাম সড়ক, কক্সবাজার। ৪। কোন কারণ দর্শানো ব্যাতিরেখে কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়া স্থগিত বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। ৫। ই-মেইলে আবেদনপত্র পাঠানোর ঠিকানা : msjktradeint@gmail.com নিয়োগ কর্তৃপক্ষ মেসার্স জে কে ট্রেড ইন্টারন্যাশনাল টেলিফোন- ০২৩৩৩৩৪৭২১৩, ০১৮১৮-১৩৩৬৬০ |