শর্তাবলী: আবেদনের শেষ সময়: ৩০/০৯/২০২৫ ১। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমোতাবেক বেতন ভাতা পরিশোধ করা হবে। ২। আগ্রহী প্রার্থীদেরকে সকল শিক্ষাগতযোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, পূর্ণ জীবনবৃত্তান্তসহ নিম্নলিখিত ঠিকানায় অথবা gamcucbd@gmail.com এ প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে। ৩. শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য হইবে না। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। জিএএম চার্টার্ড কলেজ, ১৮ মেহেদিবাগ, চট্টগ্রাম অথবা gamcucbd@gmail.com মোবাইল নাম্বার: ০১৯৭৯১০০১০৭ সভাপতি, কলেজ গভর্নিং বডি, জি এ এম চার্টার্ড কলেজ মেহেদীবাগ, চট্টগ্রাম। |