বাংলাদেশ সরকারের ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজির অধীনে স্বীকৃত যেকোন ইনষ্টিটিউট থেকে ম্যাট (MAT) কোর্স সম্পন্নসহ বি.এম.ডি.সি. এর রিজিষ্ট্রেশন থাকতে হবে। এছাড়াও, সরকার অনুমোদিত যেকোন ইনষ্টিটিউট থেকে এক বছরের অপথালমিক কোর্স করা থাকতে হবে। এয়াড়াও রিফ্রেকশনের কোর্স করা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
Other Requirement
:
বয়স ১৮ থেকে ৩৫ বছর
অভিজ্ঞতাঃ
চক্ষু হাসপাতালে নূন্যতম এক (০১) বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে;
ভালোভাবে রিফ্রেকশনের অভিজ্ঞতা থাকতে হবে;
ও.টি টিমের সাথে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে:
সাভার উপজেলা, ঢাকা এবং কিশোরগঞ্জ জেলা ও এর আশে পাশের জেলাসমূহের প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
অন্যান্য যোগ্যতাসমূহঃ
বাংলাদেশ বি.এম.ডি.সি. রেজিষ্ট্রেশনের কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে;
অফিসের কাজের প্রয়োজনে বিভিন্ন উপজেলা পর্যায়ে কাজ করা এবং যাতায়তের সক্ষমতা ও মানসিকতা থাকতে হবে;
সমস্যার সমাধান করা, বিশ্লেষণ করা ও নেতৃত্ব প্রদান করার ক্ষমতা থাকতে হবে;
অতিরিক্ত কাজের চাপের মুখে কাজ করার ক্ষমতা থাকতে হবে;
অবশ্যই কম্পিউটার ব্যবহারে বাস্তবিক জ্ঞান- তথা, বাংলা ও ইংরেজি টাইপ করা ও ইন্টারনেট ব্যবহারে সক্ষমতা থাকতে হবে:
দরিদ্র জনগোষ্ঠির সাথে বিশেষ করে মহিলাদের সাথে কাজ করার ইতিবাচক মনোভাব/মানসিকতা থাকতে হবে;
কিশোরগঞ্জ, সাভার ও এর আশেপাশের জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
Experience
:
সর্বনিম্ন ১ বছর
শিল্পক্ষেত্র:হাসপাতাল
Responsibilities
:
পদ সংখ্যাঃ একাধিকপ্রতিষ্ঠানের পরিচিতিঃ
নারী উদ্যোগ কেন্দ্র (নউক) একটি প্রতিষ্ঠিত ও সুপরিচিত বেসরকারী সেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ১৯৯১ সাল থেকে নারী-পুরুষের সমতা, দরিদ্র নারীদের আর্থিক ক্ষমতায়ন ও সক্ষমতা অর্জন, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীদের শক্ত অবস্থান নিশ্চিতকরার মূল লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। বর্তমানে নারী উদ্যোগ কেন্দ্র ক্ষুদ্র ঋণ প্রকল্প, স্বয়ংসম্পূর্ণ কিশোরগঞ্জ চক্ষু হাসপাতাল, এগারসিন্দুর কমিউনিটি হাসপাতাল সহ বিভিন্ন দাতা সংস্থা প্রদত্ত অনুদানের প্রকল্প বাস্তবায়ন করছে।
বর্তমানে, নারী উদ্যোগ কেন্দ্র (নউক) পরিচালিত তাঁর চক্ষু হাসপাতালের জন্য (সাভার উপজেলা, ঢাকা ও কিশোরগঞ্জ উপজেলা) দক্ষ, উদ্যোমী, সৎ, পরিশ্রমী ও চক্ষু হাসপাতালে ক্যারিয়ার গড়তে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে "অপথালমিক প্যারামেডিক" পদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করছে।
প্রধান দায়িত্ব ও কর্তব্য সমূহঃ
হাসপাতালের ক্যাম্প ও ভিশন সেন্টারে নিয়মিত রুগীর চোখের দৃষ্টি শক্তি পরীক্ষা করা ও ফলাফল বিশ্লেষণ করা;
চোখের দৃষ্টি সমস্যা ও রোগসমূহ সঠিকভাবে নির্ণয় করা;
চশমা ও ঔষুধ প্রেসক্রাইব করা;
চিকিৎসা প্রদান করা, যেমন ভিশন থেরাপি বা কমদৃষ্টি পুনর্বাসন করা;
সার্জারির আগে ও পরে রোগীর চোখ পরীক্ষার মাধ্যমে চোখের সার্বিক অবস্থা নির্ণয় করা;
ডায়াবেটিসসহ অন্যান্য রোগসমূহ নির্ণয় করা এবং প্রয়োজনে রোগীকে অন্যান্য স্বাস্থ্যসেবা প্রদানকারীর কাছে রেফার করা;
চোখের সুস্থতা নিশ্চিত করতে নিয়মিতভাবে রোগীদেরকে পরামর্শ (কাউন্সেলিং) প্রদান করা:
রুগীদের সাতে সেবামূলক আচরন করা যাতে হাসপাতালের সুনাম অক্ষন্ন থাকে
কর্তৃপক্ষ কর্তৃক প্রদানকৃত যখন যে দায়িত্ব প্রদান করা হয় তা মেনে চলা ও পালন করা।
Apply Instruction
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র, মোবাইল নম্বরসহ পূর্ণ জীবন বৃত্তান্ত, বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল (BM&DC) এ নিবন্ধিত সনদপত্র এর সত্যায়িত কপি, সকল প্রকার অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয় পত্র, দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিসহ নিম্নলিখিত ঠিকানায় সরাসরি বা কুরিয়ারের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হলোঃ
recruitmentofficernuk@gmail.com
আবেদনের খামের উপর অথবা ই-মেইল করলে ইমেইল এর সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করুন।
(বিঃদ্রঃ জরুরীভাবে নিয়োগ প্রদান করা হবে। তাই এই বিজ্ঞপ্তির সময়সীমা শেষ হওয়ার পূর্বেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং উপযুক্ত প্রার্থী পাওয়া সাপেক্ষে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা যেকোন পরিবর্তন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।)