মানব সম্পদ ব্যবস্থাপনায় স্নাতোক বা স্নাতোকত্তরধারী প্রার্থীদের প্রধান্য দেওয়া হবে।
অভিজ্ঞতাঃ
ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে মানব সম্পদ বিভাগে ন্যূনতম ০৩ বছরের অভিজ্ঞতাসহ মোট ৫ বছরের কাজের অভিজ্ঞতা
মোটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে, নিজস্ব মোটরসাইকেল এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
কম্পিউটার ব্যবহাররে পারদর্শী হতে হবে। বিশেষ করে মানব সম্পদ ব্যবস্থাপনা সফটওয়্যার (স্মার্ট এইচআর – ডাটাসফট) পরিচালনা, বাংলা ও ইংরেজী টাইপিং এর দক্ষতা থাকতে হবে।
Responsibilities
:
এমআরএ সনদ প্রাপ্ত (সনদ নং:২১১১২-০০০০১-০০৭৬২) এবং পিকেএসএফ-এর সহযোগী সংস্থা হিসেবে মানব মুক্তি সংস্থা সিরাজগঞ্জ, পাবনা ও টাঙ্গাইল জেলায় দীর্ঘদিন যাবৎ সফলতার সঙ্গে আইজিপি (ক্ষুদ্রঋণ কার্যক্রম) সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়ন করে আসছে। সংস্থার মানব সম্পদ বিভাগের ব্যবস্থাপক পদে নিয়োগের জন্য আগ্রহী এবং যোগ্য বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহবান করা হচ্ছে।দায়-দায়িত্বঃ
মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের বার্ষিক, ষান্মাসিক ও মাসিক পরিকল্পনা প্রনয়ণ, পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন ফলোআপ, পরিকল্পনার বিপরীতে অর্জন প্রতিবেদন প্রস্তুত ও যাচাইপূর্বক প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদান ও ব্যবস্থা গ্রহণ।
নিজের ব্যক্তিগত বার্ষিক, ষান্মাসিক ও মাসিক পরিকল্পনা ও প্রতিবেদন প্রস্তুত করা।
মানব সম্পদ বিভাগের কর্মরত কর্মীবৃন্দের ব্যক্তিগত বার্ষিক, ষান্মাসিক ও মাসিক পরিকল্পনা ও প্রতিবেদন এবং প্রতিদিনের কাজ ফলোআপ ও দিকনির্দেশনা প্রদান।
সংস্থায় জনবল বৃদ্ধি বা শুন্য পদে কর্মী/কর্মকর্তা নিয়োগ প্রক্রীয়া (জনবল চাহিদা যাচাই, নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান, লিখিত ও ভাইভা পরীক্ষার আয়োজন, নিয়োগ পত্র ও যোগদানপত্র নিশ্চিত ইত্যাদি) সম্পন্ন করা।
প্রয়োজনানুযায়ী মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিমালা হালনাগাদ ও নীতিমালার বাস্তবায়ন নিশ্চিত করা।
সকল কর্মীর ব্যক্তিগত নথি (নিয়োগ সংক্রান্ত নথি, ছুটির আবেদন, প্রশিক্ষণ সনদ, মূল্যায়ন প্রতিবেদন, বেতন বৃদ্ধির চিঠি, কর্মী বদলীর চিঠি,পদোন্নতির চিঠি ইত্যাদি নির্দিষ্ট ফাইলে সংরক্ষণ ও ফাইল হালনাগাদ করা।
সংস্থার মানব সম্পদ উন্নয়ন পরিকল্পনার উদ্দেশ্যে প্রয়োজনীয় ব্যবস্থা (প্রশিক্ষণ চাহিদা তৈরী, প্রশিক্ষণ মডিউল তৈরীতে সহায়তা, প্রশিক্ষণ আয়োজন, প্রশিক্ষণ পরবর্তী ফলোআপ ইত্যাদি) গ্রহণ।
কর্মী মূল্যায়ন পরিকল্পনা প্রস্তুতপূর্বক নির্দিষ্ট সময়ের মধ্যে বার্ষীক ম্যল্যায়ন প্রক্রীয়া ও শিক্ষানবিস কর্মী/কর্মকর্তাদের মূল্যায়নপূর্বক স্থায়ীকরণ নিশ্চিত করা।
মানব সম্পদ ব্যবস্থাপনা সফটওয়ার পরিচালনা করা।
জরুরী মানবিক সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করা।
কতৃপক্ষের চাহিদা, প্রয়োজন, নির্দেশনা বা মতামত অনুযায়ী যেকোনো কাজ সম্পাদন করা।
Other Facilities
:
বেতনঃ
শিক্ষানবিশকালে ৫০,০০০/-টাকা, স্থায়ীকরণের পর ৫৪,০০০/- টাকা।
অন্যান্য সুযোগসুবিধাঃ
মোটরসাইকেল বিল, মোবাইল বিল ও লাঞ্চ ভাতা
সাপ্তাহিক ছুটি ২ দিন।
বৎসরে ৩ টি উৎসব ভাতা।
পিএফ এবং গ্রাচ্যুইটি সুবিধা।
Apply Instruction
আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত, প্রয়োজনীয় কাগজপত্র (শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং অভিজ্ঞতার ক্ষেত্রে সনদ) এবং সদ্যতোলা ০২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ নির্বাহী পরিচালক, মানব মুক্তি সংস্থা, প্রধান কার্যালয়,খাষ বড়শিমুল, বঙ্গবন্ধু সেতু পশ্চিম সাব, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ বরাবর আগামী ১৫/০৮/২০২৫ তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। ইমেলএর (mms.org.info@gmail.com) মাধ্যমেও আবেদন করতে যাবে। আবেদনপত্রে অবশ্যই মোবাইল নম্বর এবং খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। আবেদন সংক্রান্ত যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন- ০১৩২৪-৭৬০৩৭২ (এইচ আর অফিসার)।