শর্তাবলীঃ ১। আগ্রহী প্রার্থীগন আগামী ০৫/০৭/২০২৫ ইং তারিখের মধ্যে আবেদনপত্রসহ জীবনবৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও সাম্প্রতিক তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবিসহ চেয়ারম্যান, কমিউনিটি আই কেয়ার এন্ড রিসার্চ সেন্টার আশরতপুর, রংপুর বরাবর সরাসরি বা ই-মেইল এর মাধ্যমে আবেদন করতে হবে। e-mail: hr.cecrc@gmail.com ২। কমিউনিটি আই কেয়ার এন্ড রিসার্চ সেন্টারের অধীনে শূন্য পদের বিপরীতে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেয়া হবে। এ জন্য তাদের নির্ধারিত লিখিত ও মৌখিক পরিক্ষায় অংশগ্রহণ করতে হবে। ৩। আবেদনকৃত খামের উপরে পদের নাম ও মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। ৪। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। ৫। প্রার্থীদের মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। ৬। নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের আবেদন করার জন্য উৎসাহিত করা যাচ্ছে। ৭। উল্লেখ থাকে যে, পরীক্ষার স্থানে আসার জন্য কোন প্রকার TA/DA প্রদান করা হবে না। ৮। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গন্য হবে। কর্তৃপক্ষ কমিউনিটি আই কেয়ার এন্ড রিসার্চ সেন্টার আশরতপুর, মডার্ন মোড়, রংপুর। Email your CV Send your CV to the given email hr.cecrc@gmail.com |