আগ্রহী প্রার্থীদের আবেদন পত্র , পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত (উল্লেখযোগ্য ২ জন ব্যক্তির রেফারেন্স প্রদান করা আবশ্যক), সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি , সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও অভিজ্ঞতা সনদ , জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সহ খামের উপর নাম, আবেদনকৃত পদের নাম ও মোবাইল নম্বর উল্লেখ পূর্বক বরাবর নির্বাহী পরিচালক, পরশমনি সামাজিক উন্নয়ন সংস্থা, বগার বাজার, ত্রিশাল, ময়মনসিংহ ২২২০ এই ঠিকানায় রেজিস্ট্রি ডাকযোগে/ কুরিয়ারে/ সরাসরি মানবসম্পদ বিভাগে পৌঁছাতে হবে। অথবা ই-মেইলে (hr.porashmoni@gmail.com) আবেদন পাঠানো যাবে। ই-মেইলে আবেদনের ক্ষেত্রে সবগুলো ডকোমেন্ট একটি ফাইলে পিডিএফ করে পাঠাতে হবে। ফাইলের নাম অবশ্যই ( প্রার্থীর নাম, আবেদন কৃত পদের নাম, মোবাইল নম্বর) ফর্মেটে দিতে হবে। প্রাথমিকভাবে বাছাইকৃত আবেদনকরীদের পরীক্ষার তারিখ, স্থান ও সময় আবেদন পত্রে উল্লেখিত মোবাইল নাম্বারে জানানো হবে। বিশেষ প্রয়োজনে: 01622166299,01622166298,01622166297 বিঃদ্রঃ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সুনির্দিষ্ট যোগাযোগ মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন বা যোগাযোগ করা থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। Email your CV Send your CV to the given email hr.porashmoni@gmail.com or Email your CV from My Job account |