প্রশিক্ষণ শেষে এনজিও প্রকল্পের নির্ধারিত ব্রাঞ্চ অফিসে জয়েন্ট করতে হবে। স্থায়ীকরণ করার পর উৎসব ভাতা, বৈশাখি ভাতা, পিএফ, বার্ষিক ইনক্রিমেন্ট সুবিধাসহ অন্যান্য সকল সুবিধা প্রাপ্য হবেন। পুরুষ কর্মীদের শাখায় ফ্রি একক আবাসন সুবিধা এবং নারী কর্মীদের আবাসন ভাতার সুবিধা রয়েছে। প্রযোজ্য ক্ষেত্রে সুদমুক্ত মোটর সাইকেল ঋণ, ল্যাপটপ ঋণ এবং ট্যাব ঋণ প্রাপ্য হবেন। মোটরসাইকেল এর জ্বালানী বিল, লাঞ্চ ভাতা এবং টিএ-ডিএ প্রাপ্য হবেন। চাকরির বয়স পাঁচ বছর পূর্ণ হলে গ্র্যাচুইটি সুবিধা প্রাপ্য হবেন। সকল জেলার মহিলা পুরুষ ও অন্যান্য ধর্মের লোক আবেদন করতে পারবেন। সল্প খরচে সংস্থা প্রদত্ত একক আবাসনের সুবিধা প্রদান করা হবে। দৈনন্দিন কর্ম দায়িত্ব পালনে প্রয়োজনে মাসিক কিস্তিতে সংস্থার তরফ থেকে সহজ শর্তে মটর সাইকেল / বাইসাইকেল প্রদান করা হবে। |