শিক্ষানবীশ কাল ৬ মাস সন্তোষজনকভাবে সমাপ্ত হওয়ার পর চাকুরী স্থায়ীকরণ করা হবে। বাইসাইকেল/মোটরসাইকেল চালিয়ে কাজ করতে হবে এবং ব্যক্তিগত মোটর সাইকেল ও ড্রাইভিং লাইসেন্সধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদেরকে চূড়ান্ত নিয়োগের পূর্বে পিতা/দায়িত্বশীল ব্যক্তিকে জামিনদার হিসাবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে, যিনি প্রার্থীর সকল আর্থিক অনিয়মজনিত দায়-দায়িত্ব বহন করবেন এবং ক্ষতিপূরণ প্রদানে সক্ষম হবেন। নিয়োগপ্রাপ্ত হলে ১০,০০০(সংস্থা ত্যাগকালে ফেরৎযোগ্য) টাকা জামানত হিসাবে প্রদান করতে হবে। পরীক্ষার সময় সকল মূল সনদপত্র এবং জাতীয় পরিচয়ত্রের মূল কপি সঙ্গে আনতে হবে।বাংলাদেশের যে কোন জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। চাকুরীর আবেদনের সাথে সিভি, NID এর ফটোকপি, পাসপোর্ট সাইজ ২ কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি এবং অভিজ্ঞতা সনদের (যদি থাকে) ফটোকপি পাঠাতে হবে। অন্যথায় চাকুরীর আবেদন গ্রহণ করা হবেনা। খামের উপর পদের নাম লিখতে হবে। |