অভিজ্ঞতা:- প্রয়োজন নেই। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য।
Responsibilities
:
সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন রিসার্চ ইভালুয়েশন এন্ড ট্রেনিং (সোপিরেট) একটি জাতীয় পর্যায়ের ক্রম অগ্রসরমান বেসরকারী উন্নয়ন সংস্থা যা বিগত ১৯৮৫ সার হতে শিক্ষা, স্বাস্থ্য, প্রবীণ হিতৈষী, কৈশর, রেইজ, আরএমটিপি, সমন্বিত কৃষি এবং দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি এমআরএ এর সনদ প্রাপ্ত (সনদ নং -০১৮৭৪-০২০৮৬-০০২৭৯)। সংস্থা কতৃক বাস্তবায়িত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)- এর আর্থিক ও কারিগরী সহযোগীতায় ক্ষুদ্র ঋণ কর্মসুচীর চলমান কার্যক্রমে ও কর্মএলাকা সম্প্রসারণের লক্ষ্যে নিন্মবর্ণিত পদে নিয়োগের জন্য সৎ ও কর্মঠ প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। কর্ম এলাকাঃ চট্রগ্রাম বিভাগের জেলা সমুহ (চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর)।চাকরির ধরণ: চুক্তিভিত্তিকদাযিত্ব ও কর্তব্যসমুহ:
অফিসের যাবতীয় আসবাবপত্র এবং রেকর্ড সমূহের সুন্দরভাবে আসন বিন্যাস সাধন করা এবং পরিস্কার পরিচ্ছন্ন করে রাখা।
অফিসের প্রয়োজনে ব্যাংক,শাখা ও অন্যান্য জায়গায় যাওয়া।
প্রতিটি ডেস্কে বিশুদ্ধ খাবার পানির বোতল সরবরাহ করা।
অফিসের নিরাপত্তার দায়িত্ব পালন করা এবং অফিসিয়াল কাজগুলি পরিপাটি করা।
সকাল, দুপুর ও বিকেল এর সকল প্রকার খাবার, চা ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য প্রয়োজন ও চাহিদা অনুযায়ী সরবরাহ করা অর্থাৎ অতিথি আপ্যায়ন করা।
সকলের উপস্থিতি স্বাক্ষর সংগ্রহ করা।
কর্তৃপক্ষ কর্তৃক যে কোন ধরনের আদেশ ও নির্দেশ যথাযথভাবে পালন করা।
Apply Instruction
যে কোন ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। ইতোপূর্বে দায়িত্ব পালনে অনিয়ম করেছেন, নারী ও শিশু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এমন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।