চাকুরীতে যোগদানের সময় সংস্থার নিয়মানুযায়ী লোন অফিসার পদে প্রার্থীদের ২০,০০০/- টাকা জামানত জমা দিতে হবে এবং নিজ নামের MICR ক্রস ব্যাংক চেক জমা দিতে হবে। তবে জামানতের টাকা যোগদানকালিন ১০০০০/= এবং অবশিস্ট টাকা ৪ মাসের বেতন হতে দেওয়া যাবে।
শিক্ষাগত যোগ্যতার মুল সনদ জমা নেওয়া হয় না ।
Responsibilities
:
শাখা ব্যবস্থাপকের নির্দেশ ও কর্ম-পরিকল্পনা অনুযায়ী মুভমেন্ট করে সমিতিতে গমন করা।
মাঠে গমনের পূর্বে শাখা ব্যবস্থাপকের সঙ্গে আলোচনা করে নিজ কার্যাবলী সম্পর্কে বিস্তারিত নির্দেশনা নেয়া।শাখায় ফিরে শাখা ব্যবস্থাপক কর্তৃক কালেকশন শীট চেক করার পর হিসাবরক্ষকের নিকট কালেকশন শীট অনুযায়ী আদায়কৃত টাকা নির্ভুল টপশীট তৈরী করে বুঝিয়ে দিবেন।
বিকেল বেলা মুভমেন্ট করে মাঠ পর্যয়ে বেরিয়ে পড়বেন। শাখা ব্যবস্থাপকের নির্দেশ মোতাবেক নতুন সমিতি গঠন,সদস্য বৃদ্ধি,ঋণ প্রকল্প যাচাই,বকেয়া রোধে কাজ করা,সদস্যদের খোঁজ খবর রাখা ও ইস্যুভিত্তিক সভা ইত্যাদি কাজ সম্পাদন করবেন।
সদস্যগন নিজ নিজ জমাকৃত সঞ্চয়ের পরিমাণ জানে কিনা এবং ঋণের কিস্তি সংখ্যা জানে কিনা ও সংস্থার ঋণ কার্যক্রমের অন্যান্য নিয়ম কানুন জানে কিনা পর্যবেক্ষণ করা।
বিশেষ কোন কারনে যদি কোন সদস্য ঋণের কিস্তি দিতে অপারগতা প্রকাশ করে তাহলে কিস্তি আদায় না হওয়া পর্যন্ত ঋণীর বাড়ীতে অবস্থান করা অথবা দলীয় চাপ এবং সালিশ বিচারের মাধ্যমে কিস্তি আদায়ের উদ্যোগ নেয়া।
খেলাপী ঋণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে শাখা ব্যবস্থাপককে অবহিত করা।সংস্থার নীতিমালা ভালভাবে অবহিত হবেন।সমিতিতে বসার ব্যবস্থা করা এবং রেজুলেশন খাতায় সদস্যদের স্বাক্ষর নিশ্চিত করা।
সাপ্তাহিক সভায় আদায়কৃত টাকার পরিমাণ,ঋণ প্রস্তাব,সঞ্চয় ফেরত রেজুলেশন খাতায় লিপিবদ্ধ করা।সমিতির জন্য সদস্য নির্বাচন ও সমিতি গঠন।
ঋণ প্রদানের পূর্বে সদস্যদের বিভিন্ন তথ্য সার্ভে করে ঋণ দেয়ার উপযোগিতা নিশ্চিত করতে হবে।
সংগঠক হিসাবে আপনাকে ৩৫০ জন সদস্য এবং ৩০০ জন ঋণী দেখতে হবে।
সংগঠক হিসাবে আপনাকে ৩০ সদস্য বিশিষ্ট ১৪/১৬টি সমিতি সপ্তাহে কালেকশন ও তদারকি করতে হবে।
সংস্থার সকল ম্যানুয়াল,সার্কুলার, চিাঠপত্র ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা ও বাস্তবায়ন করা।
কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক যেকোন সময় যেকোন দায়িত্ব পালন করা।
এ ছাড়াও সংস্থা আপনাকে যেকোন দুর্যোগকালীন সময়ে কাজে নিয়োজিত করতে পারবে।
Apply Instruction
নির্বাহী পরিচালক, এ্যাড প্রধান কার্যালয়, মকবুল হোসেন প্লাজা (৪র্থ তলা) ২৫০, এইচএসএস রোড, ঝিনাইদহ বরাবর ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবিসহ আবেদন ও শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, অভিজ্ঞতার সনদ সহ আগামী ১২.০৪.২০২৫ তারিখ রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় সরাসরি উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষার অংশগ্রহন করতে হবে।