খানা জরিপ ও গবেষণামূলক তথ্যসংগ্রহ কাজে আগ্রহী এবং যোগ্যতা সম্পন্ন (পুরুষ এবং মহিলা) প্রার্থীদের নিকট হতে আবেদনপত্র আহবান করা হচ্ছে। আবেদনপত্রে পদের নাম উল্লেখসহ শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার পূর্ণজীবন বৃত্তান্ত, মোবাইল নাম্বার উল্লেখপূর্বক "পরিচালক, বাডাস-সেন্টার ফর হেল্থ রিসার্চ এন্ড ইমপ্লিমেন্টেশন, কক্ষ নং-৩০১, বারডেম বিল্ডিং, ১২২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, শাহবাগ, ঢাকা-১০০০" এই ঠিকানা বরাবর আগামী ৫/০২/২০২৫ ইং তারিখের মধ্যে ই-মেইল jobspcp@dab-bd.org এর মাধ্যমে আবেদন পাঠাতে হবে। অনলাইন ব্যতীত ডাকযোগে বা অন্য কোন মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। বিশেষ দ্রষ্টব্যঃ ১। BADAS-CHRI প্রার্থীর যোগ্যতা ও দায়িত্ব পরিবর্তন ও পরিমার্জন করার এখতিয়ার রাখে। ২। BADAS-CHRI আবেদনের জন্য কোন প্রকার ফি গ্রহণ করে না। ৩। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীরা কোন প্রকার যাতায়াত ভাড়া বা টিএ/ডিএ পাবেন না। ৪। পরীক্ষা BADAS-CHRI এর জেলা অফিস ফরিদপুরে অনুষ্ঠিত হবে। Email your CV Send your CV to the given email jobspcp@dab-bd.org |