আগ্রহী প্রার্থীগণকে অক্টোবর ৩০, ২০২৫ খ্রিঃ তারিখ বিকাল ৫ টার মধ্যে সভাপতি 'গণ উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ' বরাবর পূর্ণ জীবন বৃত্তান্ত ও অন্যান্য সকল কাগজের স্ক্যান কপিসহ আবেদনপত্র recruitment@gukbd.net ইমেইলে প্রেরণের জন্য আহবান করা যাচ্ছে। ইমেইল এর ''Subject Line" এ অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। দরখাস্তের সাথে হিসাব নং- Gana Unnayan Kendra (HRDM)-SND-41-182, উত্তরা ব্যাংক লিমিটেড, গাইবান্ধা শাখা অথবা হিসাব নং- Gana Unnayan Kendra (HRDM)-SND-003000105, সোনালী ব্যাংক লিমিটেড, গাইবান্ধা শাখা"-এর অনুকূলে অফেরৎযোগ্য টাকা ৫০০.০০ (টাকা পাঁচশত মাত্র) টাকা জমা সাপেক্ষে ডিপোজিট স্লিপ এর স্ক্যান কপি আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে; সংশ্লিষ্ট পদে কমপক্ষে ০১ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ আবেদন করতে পারবেন, নারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে; শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে মোবাইল/এসএমএস/ইমেইলের মাধ্যমে পরীক্ষার জন্য ডাকা হবে; পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না; নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে; নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে প্রয়োজনে যোগাযোগ ০১৭১৩৪৮৪৬৮১, ০১৭১৩৪৮৪৬৮২। |