উৎপাদিত/ক্রয়কৃত সকল মালামাল গেট এন্ট্রি পূর্বক পণ্য গ্রহন, পণ্য মেয়াদের তারিখ যাচাই করে যথাযথভাবে সাজানো নিশ্চিত করা। কাঁচামাল হলে তা প্রসেসিং সেন্টারে যথাযথভাবে সাজিয়ে রাখা।
ইনভেন্টরি (পণ্য তালিকা) নিয়মিত পর্যবেক্ষণ করা এবং ঘাটতি থাকলে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে পূরণ করার ব্যবস্থা করা।
স্টোরের পরিবেশ পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখা। স্টোরের সকল মালামাল সংরক্ষণ নিরাপত্তা (পোকামাকড় আক্রমণ, খারাপ আবহাওয়া ফসলে পচন এবং ক্রয়কৃত মালামালের মেয়াদ উত্তীর্ণ) না থাকে সঠিকভাবে নিশ্চিত করা।
উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে নিয়মিত স্টকে থাকা পণ্যের রিপোর্ট পেশ করা।
উর্দ্ধতন কর্তৃপক্ষের আদেশ মোতাবেক নতুন পণ্য অর্ডার করা এবং সরবরাহ নিশ্চিত করা।
স্টক সম্পর্কিত রিপোর্ট তৈরি করা।
সকল ইউনিটে থাকা মালামালের তালিকা স্টক বুকে ইউনিট ও পজিশন অনুযায়ী রেজিষ্টারে লিপিবদ্ধ করা।
দৈনন্দিন সকল অফিসার/স্টাফ ইন/আউট এর তথ্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা।
কোল্ড ষ্টোরেজ সীড ফার্মের ফসল প্রসেসিং সেন্টার। দৈনন্দিন কাজের হিসাব অনুযায়ী একদিন আগে কি কাজ করা হবে, কতজন লেবারের প্রয়োজন হবে, সেই অনুযায়ী লেবারের চাহিদা উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট পেশ করে অনুমোদন স্বাপেক্ষ্যে লেবার নিয়ে কাজ তদারকি করা।
প্রতিদিন প্রত্যেক ফার্মের নিয়োজিত লেবারের সংখ্যা রেজিষ্টার খাতায় লিপিবদ্ধ করা এবং কাজ ও দিন শেষে সুপারভাইজারের রিপোর্ট অনুযায়ী যাচাই করা। কোন তথ্য অসংগতি পাওয়া গেলে তা উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট অবগত করা।
লেবার বিল সংক্রান্ত তথ্য লেবার রেজিষ্টারে লিপিবদ্ধ করা। ফার্ম হতে লেবার বিল পেমেন্টের জন্য উপস্থাপন করা হলে রেজিষ্টারে লিপিবদ্ধ লেবার সংখ্যা অনুযায়ী যাচাই করে একাউন্স অফিসে প্রদান করা।
Apply Instruction
Interested candidates can send their updated CV to kamrulc81@opexgroup.com with the subject line "Application for the post.