Home Employers Job Seekers Career Tools About us Contact Us
Parashmoni Shamajik Unnayan Shangstha
Published on : 05 August, 2025 Application Deadline: 04 September, 2025

Number of Position : 1
Employment Type : Full Time
Age : সর্বনিম্ন ১৮ বছর
Job Location : Mymensingh
Salary : টাকা. ২০৬০০ (মাসিক)
Educational Requirement : Higher Secondary, Bachelor/Honors, Masters
Other Requirement :
  • বয়স সর্বনিম্ন ১৮ বছর
  • জাতীয় পর্যায়ের কোনো NGO অথবা PKSF আর কোনো সহযোগী সংস্থায় মাইক্রোক্রেডিট এ অভিজ্ঞতা থাকতে হবে
  • Experience :
  • সর্বনিম্ন ১ বছর
  • শিল্পক্ষেত্র:ক্ষুদ্রঋণ
  • ফ্রেশ গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারেন।
  • Responsibilities :
  • কর্ম-পরিকল্পনা অনুযায়ী মুভমেন্ট করে সমিতিতে গমন করা।
  • সমিতিতে গমনের পূর্বে শাখা ব্যবস্থাপকের সঙ্গে আলোচনা করে নিজ কার্যাবলী সম্পর্কে বিস্তারিত নির্দেশনা নেয়া।
  • সমিতিতে সাপ্তাহিক সভার ব্যবস্থা করা এবং রেজুলেশন খাতায় সদস্যদের স্বাক্ষর নিশ্চিত করা।
  • সাপ্তাহিক সভায় আদায়কৃত টাকার পরিমাণ,ঋণ প্রস্তাব,সঞ্চয় ফেরত রেজুলেশন খাতায় লিপিবদ্ধ করা।
  • সদস্যদের খোঁজ খবর রাখা ও ইস্যুভিত্তিক সভা ইত্যাদি কাজ সম্পাদন করবেন।
  • শাখায় ফিরে শাখা ব্যবস্থাপক কর্তৃক কালেকশন শীট চেক করার পর হিসাবরক্ষকের নিকট কালেকশন শীট অনুযায়ী আদায়কৃত টাকা নির্ভুল টপশীট তৈরী করে বুঝিয়ে দিবেন।
  • শাখা ব্যবস্থাপকের নির্দেশ মোতাবেক নতুন সমিতি গঠন, সদস্য বৃদ্ধি, ঋণ যাচাই, বকেয়া রোধে কাজ করা।
  • ঋণ প্রস্তাবের পূর্বে সদস্যদের বিভিন্ন তথ্য সার্ভে করে ঋণ দেয়ার উপযোগিতা নিশ্চিত করতে হবে।
  • ক্রেডিট অফিসার হিসাবে আপনাকে ৪৫০ জন সদস্য এবং ৩৫০ জন ঋণী নিশ্চিত করতে হবে।
  • সংগঠক হিসাবে আপনাকে ১৮টি সমিতি সপ্তাহে কালেকশন ও তদারকি করতে হবে।
  • সহকর্মীকে দায়িত্ব পালনে সহায়তা করতে হবে।
  • কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক যেকোন সময় যেকোন দায়িত্ব পালন করা।
  • এ ছাড়াও পরশমনি আপনাকে যেকোন দুর্যোগকালীন সময়ে কাজে নিয়োজিত করতে পারবে।
  • Other Facilities :
    • বেতন পর্যালোচনা: বার্ষিক
    • উৎসব ভাতা: ২টি ( বার্ষিক )
    • শিক্ষানবীশ কাল ১-৩ মাস 10 হাজার টাকা।স্থায়ীকরণের পর,বেতন সর্বসাকুল্যে 20,600 টাকা।বোনাস: বেতনের সাথে বছরে ২টি উৎসব বোনাস (বেসিকের সমান),১টি বৈশাখী ভাতা (বেসিকের ২০%) এবং রমজানে ইফতার বিল।অন্যান্য সুবিধা:নিজস্ব বাহন (সাইকেল/ই-বাইক/স্কুটি/মটরসাইকেল) থাকা বাধ্যতামূলক। বাহনের মেরামত বিল দেয়া হবে। নিজস্ব মটরসাইকেল এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে স্থায়ীকরণের পর মেরামত বিলের পাশাপাশি শর্তসাপেক্ষে জ্বালানি বিল প্রদান করা হবে।চাকরি বিধিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়িটি ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।ক্রেডিট অফিসারের জন্য ১২ হাজার টাকা ফেরতযোগ্য জামানত এবং অভিভাবক কর্তৃক ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামাসহ প্রযোজ্য অন্যান্য জামানত প্রদান বাধ্যতামূলক।
    Apply Instruction

    আগ্রহী প্রার্থীদের আবেদন পত্র , পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত (উল্লেখযোগ্য ২ জন ব্যক্তির রেফারেন্স প্রদান করা আবশ্যক), সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি , সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও অভিজ্ঞতা সনদ , জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সহ খামের উপর নাম, আবেদনকৃত পদের নাম ও মোবাইল নম্বর উল্লেখ পূর্বক বরাবর নির্বাহী পরিচালক, পরশমনি সামাজিক উন্নয়ন সংস্থা, বগার বাজার, ত্রিশাল, ময়মনসিংহ ২২২০ এই ঠিকানায় রেজিস্ট্রি ডাকযোগে/ কুরিয়ারে/ সরাসরি মানবসম্পদ বিভাগে পৌঁছাতে হবে।

    অথবা ই-মেইলে (hr.porashmoni@gmail.com) আবেদন পাঠানো যাবে। ই-মেইলে আবেদনের ক্ষেত্রে সবগুলো ডকোমেন্ট একটি ফাইলে পিডিএফ করে পাঠাতে হবে। ফাইলের নাম অবশ্যই ( প্রার্থীর নাম, আবেদন কৃত পদের নাম, মোবাইল নম্বর) ফর্মেটে দিতে হবে।

    প্রাথমিকভাবে বাছাইকৃত আবেদনকরীদের পরীক্ষার তারিখ, স্থান ও সময় আবেদন পত্রে উল্লেখিত মোবাইল নাম্বারে জানানো হবে।

    বিশেষ প্রয়োজনে: 01622166299,01622166298,01622166297

    বিঃদ্রঃ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সুনির্দিষ্ট যোগাযোগ মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন বা যোগাযোগ করা থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে।