আগ্রহী প্রার্থীদের আবেদন পত্র , পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত (উল্লেখযোগ্য ২ জন ব্যক্তির রেফারেন্স প্রদান করা আবশ্যক), সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি , সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও অভিজ্ঞতা সনদ , জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সহ খামের উপর নাম, আবেদনকৃত পদের নাম ও মোবাইল নম্বর উল্লেখ পূর্বক বরাবর নির্বাহী পরিচালক, পরশমনি সামাজিক উন্নয়ন সংস্থা, বগার বাজার, ত্রিশাল, ময়মনসিংহ ২২২০ এই ঠিকানায় রেজিস্ট্রি ডাকযোগে/ কুরিয়ারে/ সরাসরি মানবসম্পদ বিভাগে পৌঁছাতে হবে। অথবা ই-মেইলে (hr.porashmoni@gmail.com) আবেদন পাঠানো যাবে। ই-মেইলে আবেদনের ক্ষেত্রে সবগুলো ডকোমেন্ট একটি ফাইলে পিডিএফ করে পাঠাতে হবে। ফাইলের নাম অবশ্যই ( প্রার্থীর নাম, আবেদন কৃত পদের নাম, মোবাইল নম্বর) ফর্মেটে দিতে হবে। প্রাথমিকভাবে বাছাইকৃত আবেদনকরীদের পরীক্ষার তারিখ, স্থান ও সময় আবেদন পত্রে উল্লেখিত মোবাইল নাম্বারে জানানো হবে। বিশেষ প্রয়োজনে: 01622166299,01622166298,01622166297 বিঃদ্রঃ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সুনির্দিষ্ট যোগাযোগ মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন বা যোগাযোগ করা থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। |